আমেরিকার পরিবর্তে চীন
বিশ্ব বিখ্যাত ফোর্ড মোটর কোম্পানি তার ‘ফোকাস কমপেক্ট কার’ উৎপাদন আমেরিকা হতে চীনে স্থানান্তর করবে। গত মঙ্গলবার ফোর্ড কর্তৃপক্ষের এই ঘোষনা মেক্সিকোর জন্য দুঃসংবাদ বয়ে আনবে। যদিও ‘ফোকাস’ তৈরি হত মিশিগান এস্যোম্বলির ওয়েই প্রকল্পে। তথাপি ফোর্ড কর্তৃপক্ষ আগের ঘোষনা অনুযায়ি তারা এই প্রকল্প মেক্সিকোতে স্থানান্তর করতে চেয়েছিল। কিন্ত সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে। খবর সিএনএনের। নতুন এই স্থানান্তর প্রক্রিয়ায় কেউ চাকরি হারাবে না বলে নিশ্চিত করেন ফোর্ভের মুখপাত্র। মোটরযান তৈরীর নতুন জায়গা হিসাবে চীনকে বেঁচে নেয়ার কারন এখানে তৈরির খরচ মেক্সিকোর তুলনায় অনেক কম যা কোর্ড কর্তৃপক্ষকে ৫০০ মিলিয়ন ডলার বাঁচাতে সাহায্য করবে। ফোর্ডের এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন এবং তার পরবর্তী কর্যক্রমের ফসল রূপে মনে করছেন সব মোটরজান তৈরী কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্প তার প্রচারনায় মেক্সিকোতে ফোর্ড এর স্থানান্তর ও চাকরি প্রদানের নিন্দা করেন। হোয়াইট হাউজ কর্তৃপক্ষের মুখপাত্র উলবার রস বলেন, সবাই এর সাথে ফোর্ডের সিদ্ধান্ত পরিবর্তনের ভূমিকা দেখেন। সিনিয়র অটোমোবাইল গবেষক মাইকেল কার্বস বলেন, চীনে স্থানান্তর কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্ত।’ এই স্থানান্তরে তৈরী খরচ কমে যাবে, এছাড়া চীন বিশ্বের বড় মোটরযান গ্রাহক, তাই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষকে মুনাফা লাভে সাহায্য করবে। চীনের দুটি জায়গায় এই উৎপাদন শুরু হবে। প্রাথমিক অবস্থায় ফোর্ড ২০১৮ তে ছোট পিকআপ রেঞ্জার তৈরি করবে। পরবরর্তীতে যখন ‘ফোকাস’ চীনে পুরোপুরি স্থানান্তরিত হবে। ২০২০ সালে ফোর্ড তার উৎপাদিত সেরা পণ্যের নতুনিকরণ করবে। ফোর্ডের এই সিদ্ধান্ত ছোট মোটরযান তৈরীতে এবং তাদের অভ্যন্তরীণ অন্য মোটরযান তৈরিতে সাহায়ক ভূমিকা রাখবে। কিন্ত মেক্সিকোর দূর্ভাগ্যের কারণ রূপে তা একটি বড় ঘটনা হিসাবে স্মরণ রাখবে।
No comments