আইভরিকোস্টে প্রবল বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু
আইভরিকোস্টে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজানে এখন পর্যন্ত অন্তত ১৫ জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার দেশটির সরকার একথা জানিয়েছে। পশ্চিম আফ্রিকার বর্ষা মৌসুম তিন থেকে চার মাস পর্যন্ত স্থায়ী হয়। এ সময় পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২০১৪ সালে বর্ষা মৌসুমে ১৬ জন ও গত বছর ৩৯ জন মারা গেছেন। যোগাযোগমন্ত্রী ব্রুনো কোনে বলেন, ‘আজ মোট ১৫ জনের মৃত্যু ও ২৫ জন আহত হয়েছেন।’ মারা যাওয়া অধিকাংশই বস্তি এলাকার বাসিন্দা। এরা পাহাড়ের পাদদেশে কুঁড়ে ঘরে বাস করে।
No comments