চান্দিনায় ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস থেকে ১৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ (৪০) ও মারুফ (২৮) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। বুধবার (২১জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে ১৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনা জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক মাদক পাচারকারী মাসুদ ফরিদপুর জেলার সদর উপজেলার পূর্ব খাবাসপুর গ্রামের মৃত আমিন দেওয়ানের ছেলে এবং মারুফ একই উপজেলার চরকমলা গ্রামের নূর মোহাম্মদ খানের ছেলে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধার নেতৃত্বে উপ-পরিদর্শক (এস.আই) ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। ওসি নাছির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারী নতুন কৌশল অবলম্বন করে সিটের নিচে চুম্বকের মাধ্যমে প্যাকেটগুলো আটকিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা করেন সফল হই। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
No comments