তীব্র যানজটে দুর্ভোগে ঘরমুখো মানুষ
ঈদ যতই ঘনিয়ে আসছে ঢাকা-আরিচা ও আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানজন যেন আরো তীব্র আকার ধারণ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকা রেডিও কলোনী থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড ও থানা থেকে গেন্ডা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। এছাড়া ঢাকার বহিমুর্খি আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে মধুমতি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, মহাসড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে কোথাও কোথাও খানা খন্দের সৃষ্টি হওয়ায় যানবাহনগুলি ধীরগতিতে চলছে। অন্যদিকে সকাল থেকেই বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে ১২ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে শত শত যানবাহনের দীর্ঘ গাড়ির লাইন দেখা গেছে। এতে চরম বিপত্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ আবুল হোসেন বলেন, কালিয়াকৈর ও চন্দ্রা থেকে যানবাহন না টানলে কালিয়াকৈর সড়ক থেকে যানজট দূর করা অসম্ভব হয়ে উঠবে। তবে পুলিশের একাধিক দল যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
No comments