রাষ্ট্রপতির গাড়ি ‘থামিয়ে’ অ্যাম্বুলেন্স পার করায় পুরস্কার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটা কথা প্রায়ই বলে থাকেন- ‘প্রত্যেক ভারতীয়ই ভিআইপি।’ কিন্তু তারপরও বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশটির রাষ্ট্রপতি বলে কথা! তার গাড়িবহরই ‘থামিয়ে’ দিলেন ট্রাফিক পুলিশ। আগে যেতে দিলেন অ্যাম্বুলেন্সকে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। গত শনিবার বেঙ্গালুরুতে বিমানবন্দর থেকে রাজভবনের দিকে যাচ্ছিল রাষ্ট্রপতি প্রণব মুখার্জির গাড়িবহর। পুরো সড়কটুকুতেই নেয়া হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর নিজলিঙ্গাপ্পাও। বহরের গাড়িও চলে এসেছিল খুব কাছাকাছি। কিন্তু আটকানো গাড়ির ভিড় ঠেলছে একটা অ্যাম্বুলেন্সও। ৩৮ বছরের অভিজ্ঞ এই ট্রাফিক পুলিশ সিদ্ধান্ত নিতে দেরি করেননি। রাষ্ট্রপতির গাড়িবহরের দিকে হাত তুলে ছেড়ে দেন অ্যাম্বুলেন্সটি। এ সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসেন আরেক কনস্টেবল বিশ্বনাথ রাও। অবশ্য খুব দ্রুত অ্যাম্বুলেন্সটি পার হয়ে যাওয়ায় রাষ্ট্রপতির গাড়িবহরকেও আর থামতে হয়নি। মানুষের ভালোবাসায় সিক্ত এই দুই ট্রাফিক পুলিশকে উৎসাহ দিচ্ছে বেঙ্গালুরু পুলিশও। কমিশনার প্রবীণ সুদ জানিয়েছেন, নিয়ম মেনে সময়মতো কর্তৃপক্ষকেও সব অবগত করেছেন। তাই তাদের পুরস্কৃতও করা হচ্ছে।
No comments