মরন ব্যাধি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দু’ ভাই বাচঁতে চায়
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের দিনমজুর মো. ইউনুচ মিয়ার দু’ছেলে মো. খাইরুল ইসলাম (১৪) ও মো. আব্দুল্লাহ (৩) জন্ম থেকে মরন ব্যাধি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে ভুগছে। দু’ ছেলেকে জন্ম থেকে ঢাকার আদ-দ্বীন শিশু হাসপাতালের ডা. তছলিম, ঢাকার পিজি হাসপাতাল, বরগুনার জেনারেল হাসপাতালের ডা. কামরুল ও ডা. সুভাস তত্বাবধানে চিকিৎসা করানো হয়। বর্তমানে দু’ ভাইয়ের ঢাকার বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে চিকিসা চলছে। বড় ছেলে খাইরুলকে ৩ মাস পর পর ও ছোট ছেলে আব্দুল্লাহ কে মাসে একবার রক্ত দিতে হয়। দু’ ছেলের ঔষধ ও রক্ত দেয়ায় মাসে ব্যয় হয় ১০/১৫ হাজার টাকা। ব্যয়বহুল এ চিকিৎসা হতদরিদ্র দিনমজুর বাবা ইউনুচের পক্ষে চালানো সম্বব হচ্ছে না।
মাছ ধরা ও পরের বাড়ী বদলা খেটে যা পায় তা দিয়ে সংসারই চলে না। ছেলেদের চিকিৎসা করাবে কি দিয়ে। সামান্য ভিটে বাড়ী ছাড়া জমিজমা কিছুই নেই তাদের। ইউনুচ সর্বস্ব বিক্রি করে দু’ ছেলের চিকিৎসা করিয়েছেন। তিনি দু’ ছেলের চিৎিসা ও সংসার চালাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। বর্তমানে অনেক টাকার প্রয়োজন। ইউনুচের দু’ ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তশালী ব্যক্তি, সরকারী-বেসরকারী দাতা সংস্থাসহ হৃদয়বানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্যে পাঠানোর ঠিকানা- খাদিজা পারভীন (মাতা) সঞ্চয়ী হিসাব নং ২২৫২, রূপালী ব্যাংক, কাঁঠালিয়া শাখা, কাঁঠালিয়া, ঝালকাঠি।
No comments