শার্শায় বাসের সাথে জীপের সংঘর্ষ : চালক নিহত
আজ সকালে যশোরের শার্শায় আগরতলা-ঢাক-কোলকাতা সোহার্দ পারিবহনের একটি বাসের সাথে বেনাপোল স্থল বন্দরের একটি জীপ গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে জীপ গাড়ীর চালক জাহিদুল ইসলাম নিহত হয়েছে। এসময় বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও তার দেহ রক্ষি সাইফুল ইসলাম আহত হয়েছে। এ ঘটনায় বাস ও বাসের চালককে আটক করেছে পুলিশ। শার্শা থানার ওসি মনিরুজামান জানান, বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম আজ সকাল ৮ টার দিকে অফিসের জীপ গাড়ীতে যশোর যাচ্চিলেন। এসময় বেনাপোল গামি আগরতলা-ঢাকা-কোলকাতা সোহার্দ পারিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে জীপ গাড়ীর চালক জাহিদুল ইসলাম নিহত হয়। এসময় জিপ গাড়ীতে থাকা বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও তার দেহ রক্ষি সাইফুল ইসলাম আহত হয়। আহতদের যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বেনাপোল চেকপোস্ট থেকে বাস ও বাসের চালক বিশ্বজিৎকে আটক করা হয়েছে।
No comments