সুন্দরগঞ্জে ঈদের পোশাক দেয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার সর্বানন্দ ইউনিয়নে রোববার এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ধর্ষক ফুল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে। সে ওই ইউনিয়নের মৃত আবদুল জলিলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে জামা কাপড় কিনে দেয়ার কথা বলে প্রতিবেশী এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে যায় ফুল মিয়া। বাড়িতে কেউ না থাকায় কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ করে ফুল মিয়া। কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। গ্রাম্য সালিশে বিষয়টি সমাধান না হওয়ায় কিশোরীর বাবা মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই রাতেই পুলিশ ফুল মিয়াকে পার্শ্ববর্তী বাড়ি থেকে গ্রেফতার করে।
No comments