ছিনতাইকারীর গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত
রাজধানীতে ‘ছিনতাইকারীর গাড়ির ধাক্কায়’ সজীব হোসেন (২০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় হজরত আলী নামে আরও একজন আহত হন। বুধবার দিবাগত মধ্যরাত শাহবাগ মৎস্যভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। হযরত আলী নিহত সজিবের মামা। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে।
তারা ফার্মগেইট এলাকায় মুরগি বিক্রি করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আহত হজরত আলীর বরাত দিয়ে তিনি জানান, মামা-ভাগ্নে দু’জন ফার্মগেইট এলাকায় মুরগি বিক্রি করেন। রাতে সেখান থেকে ভ্যান নিয়ে মুরগি কিনতে কাপ্তান বাজার যাচ্ছিলেন। এসময় মৎস্যভবনের সামনের সড়কে একটি মাইক্রোবাস পেছন থেকে তাদের ভ্যানকে ধাক্কা দিলে দু’জন ছিটকে পড়েন। এমন অবস্থায় মাইক্রোবাসকে থেকে কয়েকজন যুবক নেমে এসে সজীবের সঙ্গে থাকা আট হাজার টাকা ছিনিয়ে নেয়। মো. বাচ্চু মিয়া জানান, রাত ১টার দিকে পথচারীরা দু’জনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, সজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হজরত আলী চিকিৎসাধীন আছেন।
No comments