কাশ্মিরে তিন স্বাধীনতাকামী নিহত
ভারত শাসিত কাশ্মিরে বুধবার রাতে সরকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে তিন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনা ও বিশেষায়িত পুলিশ সদস্যরা একটি আবাসিক এলাকা ঘিরে ফেলে। এরপর স্বাধীনতাকামীদের সাথে তাদের তুমুল লড়াই হয়। এক পুলিশ কর্মকর্তা বলেন, একটি আবাসিক এলাকা অভিযানকালে বিপুল সংখ্যক লোক বাড়িঘর থেকে রাস্তায় বেরিয়ে এসে কাশ্মিরের স্বাধীনতার দাবিতে স্লোগান দেয় এবং সৈন্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ‘এই ঘটনায় তিন স্বাধীনতাকামী নিহত ও ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, সৈন্যরা শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কাকাপোরার ওই বাড়িটি উড়িয়ে দিয়েছে।
No comments