'ইরানি ক্ষেপণাস্ত্র সাজিয়ে রাখার জন্য তৈরি হয়নি'
লেবাননের সামরিক বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত জেনারেল মুহাম্মাদ আব্বাস বলেছেন, সিরিয়ায় তৎপর আইএসের অবস্থানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শত্রু-মিত্র সবার জন্য বার্তা বহন করছে। তিনি বলেন, হামলার মধ্যদিয়ে এ কথাও পরিষ্কার হয়েছে যে, ইরানের এসব ক্ষেপণাস্ত্র শুধুমাত্র সাজিয়ে-গুছিয়ে রাখার জন্য তৈরি হয়নি। জেনারেল আব্বাস বলেন, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান নিজেকে আঞ্চলিক বড় শক্তি হিসেবে তুলে ধরেছে এবং ইরানি কর্মকর্তারা দেখিয়ে দিয়েছেন, যেখানে যখন প্রয়োজন হবে তারা এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবেন।
৭ জুন তেহরানে আইএসের সন্ত্রাসী হামলার পর ইরান প্রমাণ করেছে, তারা কখনো পিছু হটবে না এবং কোনো হুমকির কাছে আত্মসমর্পণও করবে না। তিনি আরো বলেন, ইরান তার ইরাকি ও সিরিয়ার মিত্রদেরকে সমর্থন দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এজন্য তারা যেকোনো ধরনের সমর্থনমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত। এছাড়া, ইরানের ভেতরে যুদ্ধ ছড়িয়ে দেয়া হবে বলে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমান যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যে হুমকি দিয়েছেন তারও জবাব দেয়া হয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। সূত্র : ওয়েবসাইট
No comments