বিয়ের পোশাকের মূল্য সাত মিলিয়ন ডলার
বিয়ে করেছেন অস্ট্রিয়ার জনপ্রিয় গায়িকা ভিক্টোরিয়া সোয়ারােভস্কি। বর তার সম্পত্তিতে বিনিয়োগকারী ওয়ার্নার মূরজ। ২৩ বছর বয়সী প্রাণবন্ত বিখ্যাত এই গায়িকার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে ইতালির ট্রিরসটিতে। তিনদিনব্যপী বিয়ের মূল আয়োজনের শেষ দিন ছিল বুধবার। খবর টেলিগ্রাফের। জমাকালো ওই বিয়ের মূল আকর্ষন ছিল কণের পরিহিত বিয়ের গ্রাউন। সফটিস দ্বারা সজ্জিত এই পোশাকের ওজন ছিল ৪৬ কেজি। যার নকশা করে ছিলেন গায়িকা নিজেই। তবে এ কাজে সহযোগিতা করেছেন দুবাইয়ের নকশাকার সিনকো। যার নকশা করা কাপড় বিয়ন্সে, জেনিফার লােপেজ, রিহানা ও লেডি গাগা পরিধান করেন। এই গ্রাউন্ডের মূল্য সাত মিলিয়ন ডলার এবং এর এমব্রয়ডারির ভেতর সু-সজ্জিত আছে পাঁচ লাখ ক্রিস্টাল এবং লেজার কাটফুল সহ অন্যান্য সামগ্রী। তাদের বিবাহ উত্তর অনুষ্ঠানটি সম্পন্ন হয় স্থানীয় গীর্জা থেকে ২০ কিলোমিটার দূরের পাঁচতারকা হোটেল এবং বিজোর্ট ফেলসিয়াতে।
No comments