পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন
পিরোজপুর জেলা বিএনপি’র সভাপতি গাজী নূরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে জড়িয়ে গত ১২ জুন দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শুনান জেলা কমিটির সহ-সভাপতি আব্দুস ছালাম (বাতেন কমিশনার)। এ সময় জেলা ও সদর উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ‘বিএনপির নেতৃত্বে ঘুরেফিরে বাবুল গাজী, ফলাফল শূন্য’ শিরোনামে প্রথম আলোতে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তারা এটি মিথ্যা, কাল্পনিক ভিত্তিহীন ও অসত্য বানোয়াট বলে দাবি করছেন।
No comments