সোমালিয়ায় সন্ত্রাসী হামলা : নিহতের সংখ্যা বেড়ে ১৮
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বৃহস্পতিবার পাশাপাশি অবস্থিত দুটি রেস্তোরাঁয় শাবাব গোষ্ঠীর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। সরকারি মুখপাত্র একথা জানিয়েছে। সোমালিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আহমেদ আরাব বলেন, ‘সরকারি বাহিনীর অভিযানে বন্দুকধারীরা নিহত হয়েছেন। অভিযান এখন শেষ হয়েছে।’ তিনি আরো বলেন, ‘উগ্রবাদীরা ওই দুই রেস্তোরাঁয় হামলা চালিয়ে নিরীহ লোকজনকে হত্যা করেছে। তাদের বর্বর এ হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে সিরিয়ার এক নাগরিক রয়েছে। এ হামলায় ১০ জনের বেশি আহত হয়েছেন।
No comments