প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় আত্মহত্যা
নাটোরের গুরুদাসপুরে প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর সদরের পার-গুরুদাসপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত পিয়াস (২০) একই এলাকার টুটুল খলিফার ছেলে। পারিবারিক সূত্র জানায়, পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনের মধ্যমে দীর্ঘদিন ধরে পিয়াসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার রাতে পিয়াস ওই মেয়েকে বিয়ে করার কথা পরিবারকে জানাতে তারা বিয়ে দিতে অস্বীকার করে। এ কারণেই সকালে পিয়াস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, এ বিষয়ে ইউডি মামলা রুজু করা হয়েছে।
No comments