টঙ্গীতে গাড়িচাপায় শিশু নিহত, মা আহত
টঙ্গীর আমতলী এলাকায় অজ্ঞাত একটি গাড়িচাপায় সামিয়া নামের দুই বছর বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছে। এসময় ওই শিশুর মা সাথী বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মা সাথী বেগমকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু সামিয়া ব্যাংক মাঠ বস্তি এলাকার জীবন মিয়ার মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সাথী বেগম তার মেয়ে সামিয়াকে নিয়ে রিকশায় করে ব্যাংক মাঠ বস্তিতে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি গাড়ি (অজ্ঞাত) তাদের রিকশাটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু সামিয়ার মৃত্যু হয় এবং তার মা সাথী বেগম আহত হন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় সাথী বেগমকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে।
No comments