ঈদের নাটকে ব্যস্ত চলচ্চিত্রের নায়করা
আর কিছুদিন পরেই ঈদুল ফিতর। এই ঈদে ঘরমুখো মানুষের একটু বাড়তি আনন্দ দিতেই নির্মাতারা নির্মাণ করে যাচ্ছেন নাটক। ঈদের এই সময়টাতে অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতাসহ সবাই ব্যস্ত সময় পার করেন। নাটক পাড়ার প্রাণকেন্দ্র উত্তরায় নির্মাতাদের কাট, অ্যাকশনের আওয়াজে শুটিং স্পটগুলো এখন মুখরিত। প্রতিদিন ভোর রাত পর্যন্ত শুটিং চলছে হরদম। প্রতিবারের মতো এবারও নাটকে অভিনয়ের তালিকায় নাম লিখিয়েছেন চিত্র নায়করাও। একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। এখন বড় পর্দায় খুব একটা দেখা যায় না তাকে। তবে বিশেষ দিবস তো বটেই সারা বছরই কম-বেশি নাটকে অভিনয় করেন তিনি। ব্যবসা ও অভিনয়-চাকরি সব মাধ্যমেই দারুণ ব্যস্ত রিয়াজ। ঈদ উপলক্ষে ক’দিন আগে ভারতের কালিম্পংয়ে দুটি নাটকের শুটিং করে দেশে ফিরেছেন তিনি। ঈদ নাটকের ব্যস্ততার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘বেশ কয়েকটি নাটকের কাজ করা হয়েছে। সবগুলোর নাম অবশ্য মনেও পড়ছে না। কিছু দিন আগে দুটি নাটকে কাজ করেছি ‘মেঘের বাড়ি’ ও ‘একদিন অসুখে’। এসএ হক অলির পরিচালনায় কাজ করলাম। নাটকগুলো প্রচার হবে রোজার ঈদে। এছাড়াও মিনহাজ অভির ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘মায়া’র কাজ। পাশাপাশি চয়নিকা চৌধুরীর একটি নাটকে অভিনয় করেছি।’ বড় পর্দার মানুষ হয়ে ছোট পর্দায় কাজ করছেন, দর্শক আপনাকে কতটুকু গ্রহণ করেছে বলে মনে করেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি একজন অভিনেতা। অভিনয় করা আমার কাজ। তবে নাটকে দর্শক আমাকে ইতিবাচকভাবেই নিয়েছে মনে করি। কেননা যদি বিষয়টি এমন না হতো অনেক ভালো ভালো পরিচালকের ডাক পেতাম না। দর্শকের চাহিদা আছে বলেই তারা আমাকে নাটকে অভিনয়ের জন্য ডাকেন। তাই চেষ্টা করব আমার অন্য কাজের পাশাপাশি নাটকে অভিনয় চালিয়ে যাওয়ার। সে ক্ষেত্রে অবশ্যই গল্প, চরিত্র, নির্মাণ- সবকিছু চিন্তা করেই অভিনয় করব।’ হালের আরেক চিত্রনায়ক নিরব হোসাইনও ঈদের নাটক নিয়ে ব্যস্ত। বড় পর্দায় বাণিজ্যিকভাবে সফল চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি।
কিন্তু ভাগ্যে শিকে ছিঁড়ছে না। এবারের ঈদে তার ব্যস্ততা নাটক ঘিরেই। এছাড়াও ভিন্নধর্মী অনুষ্ঠান ‘আমার ছবি আমার গান’-এ নিরব নিজেই উপস্থাপক আবার নিজেই অতিথি হচ্ছেন। এই অনুষ্ঠানে প্রচার হবে নিরব অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান। ঈদে নাটকে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, ‘কয়েকটি নাটকে অভিনয় করেছি। এর মধ্যে সাখাওয়াত মানিকের চুপকথা শিরোনামে একটি নাটকে অভিনয় করলাম। মাহমুদ দিদারের একটি নাটক করেছি। এ নাটকে আমার সঙ্গে ছিলেন তিশা। বাকিগুলো নাম এ মুহূর্তে মনে করতে পারছি না।’ নাটকের পাশাপাশি বর্তমানে তিনি হৃদয়জুড়ে ও রৌদ্রছায়া শিরোনামের দুটি ছবিতে কাজ করছেন। চলচ্চিত্র অভিনেতা ইমন। ছবিতে নিজেকে মেলে ধরার চেষ্টার কমতি রাখেন না এ নায়ক। তবে সারা বছর বড় পর্দায় কাজ করলেও এবার খানিকটা নিজের কাজে ভিন্নতা আনতেই দর্শকদের কথা ভেবে ছোট পর্দায় কাজ করছেন- এমনটাই জানান ইমন। আসন্ন ঈদে বেশ কয়েকটি নাটকে তাকে দেখতে পাবেন দর্শকরা। সংখ্যা হাতে গুনে বলতে না পারলেও ৫/৬টির কম নয়। আসন্ন ঈদ উপলক্ষে নাটকের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করা হয়েছে। এর মধ্যে চয়নিকা চৌধুরীর একটি কাজ করলাম। এতে আমার সঙ্গে ছিলেন প্রভা। নঈম ইমতিয়াজের দুটি কাজ করা হয়েছে। কাজল হোসেন অমির একটি কাজ করছি। এছাড়া শর্ট ফিল্মের একটি কাজ করব।’ সব সময় নাটকে কাজের এ ধারা একইরকম থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, নাটকে কাজ করব তবে তা বিশেষ উপলক্ষ গুলোতেই। গত ঈদ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছি। বড় পর্দার নায়ক হয়ে নাটকে অভিনয়ের কারণ কী? ইমন বলেন, ‘প্রথম বিষয়টি হচ্ছে বিদেশি দর্শকের চাহিদা। আমাদের দেশের অনেক বাঙালি আছেন যাদের দেশের ছবি দেখার কোনো উপায় থাকে না। তারা তাদের পছন্দের শিল্পীদের দেখতে চান। মূলত তাদের জন্যই নাটকে কাজ করা। তাছাড়া ব্যক্তিগতভাবেও আমার কাছে মনে হয় সিনেমায় কাজ করলে যে নাটকে কাজ করা যাবে না তা নয়। ভালো গল্প, চরিত্র হলে বিশেষ দিবসে কিছু কাজ করা যেতে পারে।’ আরেক চিত্রনায়ক আমিন খান অনেক আগে থেকেই নাটকে সময়ে দেন। এবারের ঈদেও বেশ কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছেন। পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক নিয়েও তার ব্যস্ততা রয়েছে।
No comments