কক্সবাজারে দেয়ালচাপায় স্কুলছাত্রীর মৃত্যু
কক্সবাজার সদরের চৌফলদন্ডী পশ্চিম হিন্দুপাড়ায় বসতঘরের মাটির দেয়াল চাপায় ভক্তিরানী দে (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত ভক্তিরানী দে ওইএলাকার নুনুরাম দে’র মেয়ে। সে স্থানীয় সাগরমনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বলে জানান প্রধান শিক্ষক নুরুল ইসলাম। তিনি জানান, নিহতের পরিবারকে তাৎক্ষণিক স্কুল তহবিল থেকে ৩ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। জানা যায়, ভক্তিরানী দে প্রতিদিনের ন্যায় তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। এক সময় পার্শ্ববর্তী ঝন্টু দে’র বাড়ির মাটির দেয়াল ধসে তার ঘরের উপর পড়ে। এতে দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো: খাইরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
No comments