সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
সাভারে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার সুফিয়া বেকারির মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রূপালী আক্তার (১৪)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কৈল গ্রামের নজরুল ইসলাম মেম্বরের মেয়ে। তার স্বামী একই এলাকার শাখাওয়াত মীর্জার ছেলে রুবেল মিয়া (২৮)। রুবেল পেশায় একজন রড মিস্ত্রি। নিহতের বাবা নজরুল ইসলাম জানান, মাস তিনেক আগে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে যায় রুবেল। তখন ওদের কোথায়ও খুঁজে না পেয়ে তিনি স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে জানতে পারেন রুবেল ও রূপালী বিয়ে করে সাভারে বসবাস করছে। এরপর বিভিন্ন সময় যৌতুকের জন্য রূপালীকে মারধর করতো রুবেল। বাবা অভিযোগ করে বলেন, অসহ্য নির্যাতনে তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনায় রুবেলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে ভোর রাতে দক্ষিণ রাজাশন মহল্লার আসলামের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে দরজা ভেঙ্গে ভাড়াটিয়া রূপালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশের এই উপপরিদর্শক।
No comments