দীপিকার সেকেন্ড 'ট্রিপল এক্স'
হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেল এবং বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জুটি আরও একবার পর্দা কাঁপাতে আসছে। ‘ট্রিপল এক্স'র পরবর্তী সিক্যুয়েলের জন্যও দীপিকার নাম চূড়ান্ত করা হয়েছে। এক টুইটবার্তায় ছবির পরিচালক ডিজে কারুসো বিষয়টি নিশ্চিত করেছেন। দীপিকার এটা দ্বিতীয় হলিউড প্রজেক্ট। ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’এর কলাকুশলী অপরিবর্তিত থাকছে এই ছবিতে। ‘ট্রিপল এক্স থ্রি’-এর অভিনেত্রী রুবি রস শুটিংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
লিখেছিলেন, নতুন খবর আসতে চলেছে। আসলে ওই পোস্টে লুকিয়ে ছিল নতুন ছবির ইঙ্গিত। ‘ট্রিপল এক্স’-এর এক ফ্যানেরও সেটা বুঝতে দেরি হয়নি। পোস্টটির একটি স্ক্রিনশট টুইটারে দিয়ে সরাসরি পরিচালকের কাছে ছবির ব্যাপারে জানতে চান ওই ফ্যান। তার উত্তরে পর পর টুইটে খোলাসা হয় পুরো ব্যাপারটা। পরিচালক জানিয়েছেন, পরের সপ্তাহে মিটিংয়ে শুটিংয়ের তারিখ ঠিক হবে। ‘ট্রিপল এক্স’ আন্তর্জাতিক বাজারে মোটামুটি ব্যবসা করলেও ভারতে সফলতা পায়নি।
No comments