পাট রফতানি বন্ধ
আজ থেকে আগামী এক মাস সব ধরনের কাঁচাপাট রফতানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে এ ধরনের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মধ্যস্বত্বভোগীদের কারসাজি ঠেকানো এবং পলিথিনির পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,
আইন অনুসারে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ৩ নভেম্বর থেকে এক মাস পর্যন্ত সব ধরনের কাঁচাপাট রফতানি বন্ধ রাখা হল। জনস্বার্থে এ আদেশ জারি করা হল। মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে পাঁচ বছর ধরে প্রতি বছর গড়ে ৭৮ লাখ বেল পাট উৎপাদন হচ্ছে। এর মধ্যে ১৭ লাখ বেল রফতানি হয়। এর মাধ্যমে প্রায় ২ হাজার কোটি টাকা আয় করে বাংলাদেশ। তবে মধ্যস্বত্বভোগীরা কাঁচাপাট মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায়।
No comments