মেঘাকৃতির ‘উড়ন্ত সসার’
সম্প্রতি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের আকাশে আবির্ভূত হয়েছিল একটি
আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) বা অশনাক্তকৃত উড়ন্ত বস্তু! ফ্লাইং
সসার নামেই, যা বেশি পরিচিত। অর্থাৎ, পৃথিবীতে ফের একবার পা রেখেছিল এলিয়েন
বা ভিনগ্রহের প্রাণীরা! আকাশ পর্যবেক্ষণ করেন হেক্টর গার্সিয়া। তিনি তো
তেমন দাবিই করছেন। তিনি বলছেন, তার বাড়ি থেকে আকাশে সাদা মেঘের মতো একটি
বস্তুকে উড়ে যেতে দেখেছেন নিজ চোখে। বিমানের মতো উড়তে থাকা বস্তুটি নিজের
আকারও বারবার পরিবর্তন করছিল। ফ্লাইং সসারটি ওড়ার ভিডিও ধারণ করেছেন তিনি। এ
খবর দিয়েছে বৃটেনভিত্তিক অনলাইন মিরর। ভিডিও ফুটেজে বস্তুটিকে দেখে প্রথমে
মনে হবে মেঘ। কিন্তু, আশেপাশের মেঘগুলোর তুলনায় মেঘের এ ভেলাটি যেন
অত্যন্ত দ্রুত আর মসৃণভাবে এগিয়ে চলেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েকবার
মেঘের মতো আকৃতির ওই আকাশ যানটি তার আকৃতি পরিবর্তন করে। গার্সিয়া তো
বিস্ময়ে হতবাক। এলিয়েনদের একটি উড়ন্ত সসার দেখেছেন তিনি, এমনটাই ধারণা তার
মধ্যে বদ্ধমূল হয়েছে। ফেসবুকে তিনি ৯২ সেকেন্ডের ভিডিও ফুটেজটি পোস্ট করার
পর শত শত মানুষও তার দাবিকে সমর্থন করছেন। বহু মানুষ এটি দেখেছেন এবং দ্রুত
তা ছড়িয়ে পড়ছে ইউটিউবসহ অন্যান্য মাধ্যমে। এর আগে গত মাসে টেক্সাসেও এমন
একটি ঘটনা ঘটে। শত শত মানুষ উড়ন্ত সসার দেখার দাবি করেছেন। নতুন এ
ভিডিওটিতে অতিরঞ্জিত কিছু নেই বা তাতে ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করে কোন ধরনের
পরিবর্তন আনা হয়নি বলেও মনে করছেন অনেকেই।
No comments