বন্ধুর সঙ্গে ভিডিও গেইম খেলতে গার্লফ্রেন্ডকে ‘সিডেটিভ’ প্রয়োগ
জার্মানির
২৩ বছর বয়সী এক তরুণের ভিডিও গেইমের প্রতি আসক্তিটা বোধ হয় একটু বেশিই! সে
আসক্তি তাকে টেনে নিয়ে গেছে আদালত পর্যন্ত এবং রীতিমতো জরিমানাও গুণতে
হয়েছে তাকে। ঘটনাটি ২০১৪ সালের আগস্ট মাসের। তিনি সিডেটিভ (স্নায়বিক
উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমণের ওষুধ) জাতীয় ওষুধ প্রয়োগ করেছিলেন
সাবেক গার্লফ্রেন্ডকে ঘুম পাড়িয়ে রাখতে। আর, ওই ফাঁকে বন্ধুর সঙ্গে তিনি
পরম শান্তিতে জমিয়ে চালিয়ে গেছেন ভিডিও গেইম খেলা। আদালতে কৃতকর্ম স্বীকার
করায় তাকে ৫০০ ইউরো বা ৫৫৮ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ওই তরুণের
পরিচয় প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
ক্যাস্ট্রোপ-রক্সেল এলাকার একটি আদালতে ওই তরুণ বলেন, আমি তার চায়ের সঙ্গে ৪
বা ৫ ফোঁটা সিডেটিভ মিশিয়ে দিয়েছিলাম। ওই তরুণ তার গেইম কনসোলের সাহায্যে
ভিডিও গেইম খেলছিলেন। এ সময় তার বাড়িতে গার্লফ্রেন্ড আসেন। ভিডিও গেইম
খেলা চালিয়ে যেতে তিনি গার্লফ্রেন্ডের চায়ের সঙ্গে সিডেটিভ জাতীয় ওষুধ
মিশিয়ে দেন। ওষুধ মেশানো চা পানের পর ২৪ বছর বয়সী ওই তরুণী পরদিন দুপুর
পর্যন্ত ঘুমান। তিনি বলছিলেন, আমি ঘুম থেকে উঠে কর্মস্থলে গাড়ি চালিয়ে
যাওয়ার সময় বারবার ঘুমের ঘোরে ঝিমিয়ে পড়ছিলাম। এ ঘটনার একদিন পর বয়ফ্রেন্ড
তার অপরাধের কথা স্বীকার করেছিলন। বিচারক তার রায়ে বলেন, আপনার
গার্লফ্রেন্ড দীর্ঘক্ষণ এবং গভীর ঘুমের মধ্যে ছিলেন, যা তার কোন ক্ষতি
করেনি। কিন্তু, এটা অবশ্যই পূর্ব-পরিকল্পিত শারীরিক ক্ষতির আওতায় পড়ে। ওই
তরুণের মাদকাসক্তি ছিল এবং এ কারণে এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্কও শেষ
হয়ে যায় বলে মন্তব্য করেন ওই তরুণী। এখন তিনি ওই তরুণের সাবেক
গার্লফ্রেন্ড।
No comments