একটি মৃত্যু ও মক্কা মদিনার স্মৃতি by মীর মোহাম্মদ নাছির উদ্দীন

কোকোর মৃত্যুর সংবাদ শুনে বিশ্বাস করতে পারছিলাম না। স্মরণ করলাম পবিত্র কুরআন শরিফের সূরা ফাতির, ২২ পারার অমোঘ বাণী, ‘পরমায়ু বৃদ্ধি অথবা হ্রাস পেলে তা তো সংরক্ষিত ফলক অনুসারেই হয়।’  কোকো মৃত্যুর খবরে বাকরুদ্ধ অবস্থায় শুধু চোখের সামনে ভাসছিল তার সাথে আমার ও আমার পরিবারের হাজারো স্মৃতি। আর সে স্মৃতিগুলোর চারণভূমি ছিল পবিত্র মক্কা ও মদিনাÑ এই দুই আল্লাহর ঘরে ইবাদতের দুর্লভ মুহূর্তগুলো। আপনজন হারানোর ব্যথা যে কত করুণ, বেদনাদায়কÑ আমি ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। মনে হয়, এই মাত্র সেদিনের কথা, আমি এবং আমার মরহুমা স্ত্রী ডালিয়া কোকোর বিয়ের আকদের আগে এজিন (সম্মতি) আনার জন্য তার বড় মামা মরহুম সাঈদ ইসকান্দারসহ তার শ্বশুরালয়ে গিয়েছিলাম। অনুষ্ঠানের কোকোসহ তিনজনই অর্থাৎ আমার সহধর্মিণী, তার মামা মেজর সাঈদ ইসকান্দারও না-ফেরার দেশে চলে গেছেন। এ ঘটনাগুলো হৃদয়ঙ্গম করা যে কত কষ্টের তা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু বলতে হয়, ‘সালামুন কাওলাম মির রাব্বির রাহিম।’ অর্থাৎ হে আল্লাহ শান্তি দাও, শান্তি তো তোমার পক্ষ থেকে আসে।’ কোকো ব্যতিক্রমধর্মী, নির্লোভ, বিনয়ী, নিরহঙ্কার, প্রচারবিমুখ ও ধার্মিক ছিলেন। নৈতিকতার বলে বলীয়ান, রাজনীতির প্রতি অনীহ, সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত একজন সংবেদনশীল ব্যক্তি নীরবে চিরদিনের জন্য চলে গেল। তার আম্মুর প্রতি হৃদয়ের টান ছিল বর্ণনাতীত। কাবাঘরে তাওয়াফের সময় অভিমান করে বলল, ‘আমি কি আম্মার হুইল চেয়ার চালাতে পারব না?’ এটা আমাকে বলার পরক্ষণেই সে হুইল চেয়ারে তার আম্মুকে নিয়ে সাফা-মারওয়া প্রদক্ষিণ শেষ করে শোকরানার দুই রাকাত নফল নামাজ এবং আমাকে জড়িয়ে ধরে। হৃদয়নিংড়ানো উচ্ছ্বাসের হাসি তার চোখেমুখে ফুটে উঠেছিল। সে মুহূর্তটি কোনো দিন ভুলব না। এটা ছিল তার আম্মুর কাছ থেকে দোয়া নেয়ার আকুতি। ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বহুবার মক্কা, মদিনা ও রিয়াদে তাদের সঙ্গী হওয়ার সৌভাগ্য আমার এবং আমার মরহুমা স্ত্রীর হয়েছিল। আমার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের কঠিনতম সময়ে এবং আমার পারিবারিক ট্র্যাজেডির পর কোকো এসে আমাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনার বাণী শোনাত। কোকোর লাশ নিজের হাতে গ্রহণ করাÑ এটা যে কত কষ্টের, কত বেদনাদায়ক সেটা কেউ বুঝবে না। মক্কা-মদিনায় কোকো সব সময় ইবাদতের ফাঁকে ফাঁকে মোসাদ্দেক আলী ফালু ও আমার সাথে অনাবিল হাসিখুশির সময়টুকু কাটাত। অনেক সময় দেখা যেত-ফালু সাহেব, আমার স্ত্রী ডালিয়া ও কোকো গভীর রাতে আল্লাহর ঘরে চলে যেত ইবাদত করার জন্য। আজ সেই টিম থেকে দু’জনই চলে গেল পরপারে। আপনজনদের হারিয়ে কোনো মতে বেঁচে আছি। শত ব্যস্ততার মধ্য দিয়ে এবং আল্লাহর প্রদত্ত বিশেষ নেয়ামত আমার তিন নাতি হামজা, ডানিয়াল ও হামদানকে নিয়ে প্রিয়জন হারানোর ব্যথা ভুলে থাকতে চাইলেও সেটা কখনো হয়ে ওঠে না। মনে শান্তি পাওয়ার লক্ষ্যে স্মরণ করি পবিত্র কুরআন পাকে বর্ণিত, ‘আল্লাহ তায়ালা প্রত্যেকের মৃত্যুর জন্য যে সময়, স্থান ও কারণ নির্ধারণ করেছেন, তার বিন্দুমাত্রও হেরফের হবে না। যদি তোমরা ঘরে বসে মদিনার অভ্যন্তরে থেকে প্রতিরোধ করতে তথাপিও যাদের মৃত্যু ওহুদের পার্শ্বে হওয়া তাকদিরে লেখা ছিলÑ কোনোমতেই তা খণ্ডন করতে পারবে না। বস্তুত আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান।’ বিখ্যাত সাহাবা হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত হয়েছে, ‘যখন মাতৃগর্ভে বীর্য স্থিতিশীল হয় তখন সৃজনকালে নিয়োজিত ফেরেশতা যে স্থানের মাটি নিয়ে আসে, সে স্থানেই তার সমাধিস্থ হওয়া নির্ধারিত।’ বিগত ১০ বছর প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে মাগফেরাত কামনা করতাম আমার ডালু, নুসরাত ও বড় আপার জন্য। এখন প্রত্যেক সময় আরেকটি নাম যোগ হয়েছেÑ সেটা হলো, কোকো। কোকোর দীর্ঘ দিন বিদেশে অবস্থান, নির্জনতার করুণ পরিবেশ চিন্তা করলে হৃদয় হাহাকার করে ওঠে। প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে বানোয়াট অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। ২০০৭ সালের ১৬ নভেম্বর নাকি মার্কিন ডলার সিঙ্গাপুরে পাচার করে, অথচ ৩ সেপ্টেম্বর কোকো গ্রেফতার হয়। একজন গ্রেফতারকৃত মানুষ কিভাবে টাকা পাচার করতে পারে, তার আইনগত বৈধতা নিয়ে চ্যানেল ৭১-এ তুলে ধরেছিলাম। টকশো শেষ হওয়ার পর সারা রাত টেলিফোন পাচ্ছিলাম, ‘কোকোর প্রতি এমন অন্যায় আচরণ।’ কোকো ও পিনুÑ এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের গভীরতা যারা দেখেনি তারা হৃদয়ঙ্গম করতে পারবে না। মাঝে মাঝে দেখতাম, হঠাৎ করে গাড়ি চালিয়ে চলে গেছে আমার চট্টগ্রামের বাসভবনে। কোনো খবর ছাড়াই তাদের উপস্থিতি ছিল অত্যন্ত উপভোগ্য। তারা স্ত্রী ও সন্তানদের নিয়ে আনন্দের মধ্য দিয়ে সময় কাটিয়ে ফিরে আসত ঢাকায়। সেটা চোখের সামনে ভাসছে। আর সিজদায় গিয়ে রাব্বুল ইজ্জত আল্লাহর কাছে ফরিয়াদ করি, ‘আল্লাহ, তুমি কোকোকে জান্নাতবাসী করো।’ কোকো আসলে ভাগ্যবান। শোকার্ত মায়ের চোখের পানিতে ছেলেকে চিরবিদায়ের সময় দু’গালে মা হিসেবে হাত বুলিয়ে দেয়া কয়জনের ভাগ্যে জোটে? তুমি ছাড়া সিঁথি, তোমার কলিজার দুই টুকরা জাফিয়া ও জাহিয়া সারাজীবন তোমাকে হারানোর ব্যথা নিয়ে বেঁচে থাকবে। আপনজন হারানোর ব্যথা কীÑ ওরা ছাড়া কেউ বুঝবে না এই পৃথিবীতে। নামাজে জানাজা যেন এক ইতিহাস। তোমার বাবার জানাজার পর এত বড় জানাজা আর কোনো দিন হবে কি না জানি না। বায়তুল মোকাররমের পূর্ব গেটে দাঁড়িয়ে বাঁয়ে দেখছিলাম।  জনসমুদ্র। মতিঝিল পর্যন্ত লাখ লাখ মানুষের জানাজায় অংশগ্রহণ। এটাই প্রমাণ করে শহীদ জিয়ার পরিবারের প্রতি দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। বারবার চোখের সামনে ভাসছিল ওইসব বিশ্বাসঘাতকের চেহারা, যারা ১/১১-এর পর এই পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে মিথ্যা অপবাদের আশ্রয় নিয়েছিল। ষড়যন্ত্র মানুষের হৃদয় থেকে জিয়া পরিবারকে মুছে ফেলতে পারবে না। কোকো, ১৯৮১ সালে তোমার বাবা শাহাদত বরণ করার পর লাশ মঈনুল রোডের বাসায় পৌঁছেছিল। এখন তোমার আম্মু তোমার বাবার লাশের ওপর যেভাবে আছড়ে পড়েছিলেন, ঠিক একইভাবে তোমার লাশকেও তোমার আম্মু  বিদায় জানিয়েছেন। সবচেয়ে ব্যথিত ব্যক্তি তোমার আম্মু। অথচ সান্ত্বনা দেয়ার জন্য তার পাশে আপনজন নেইÑ সে সুযোগ থেকেও বঞ্চিত। সুরা বাকারার ১৫৫-১৫৭ আয়াতে বর্ণিত বাণীই হবে তার হৃদয়ের শান্তির আধারÑ ‘নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়ভীতি ও ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলন (ফসলের) হ্রাস দ্বারা পরীক্ষা করব এবং তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তারাই ধৈর্যশীল যাদের প্রতি বিপদ এলে বলে, ‘আমরা তো আল্লাহরই জন্য এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী।’ এখানে আরো প্রণিধানযোগ্য, ‘আল্লাহই আকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনিই জীবন দেন এবং মৃত্যু ঘটান।’ ১১৬ আয়াত, সূরা তাওবা। যার সন্তান মারা গেছে, তিনি যেন বলেন আলহামদুলিল্লাহÑ আলা কুল্লি হাল। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন (সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা আল্লাহর। নিশ্চয়ই আমরা আল্লাহর। অবশ্যই আমরা তার নিকট প্রত্যাবর্তনকারী)। হাদিসে কুদসিতে আছেÑ যখন কোনো মুসলমান বান্দার ছোট সন্তান মৃত্যুবরণ করে, তখন আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, ‘তোমরা আমার বান্দার সন্তানের রূহ কবজ করেছ। তারা আরজ করেন, জি হ্যাঁ। আল্লাহ তখন বলেন, তোমরা তার অন্তরের ফুল ছিঁড়ে এনেছ। ফেরেশতারা বলেন, জি হ্যাঁ। আল্লাহ পাক বলেন, এতে আমার বান্দা কী বলেছে? ফেরেশতারা বলেন, সে বলেছে-সর্বাবস্থায় সব প্রশংসা একমাত্র আল্লাহর। আরো বলেছে, আমরা সবাই আল্লাহর, আমরা অবশ্যই তার নিকট ফিরে যাবো। তখন আল্লাহ পাক এরশাদ করেন, ‘ওই বান্দার জন্য বেহেশতে একটি প্রাসাদ তৈরি করো এবং এর নাম দাও বায়তুল হামদ (প্রশংসার প্রাসাদ)।’ হে রাব্বুল আলামিন, কোকোর আম্মু, স্ত্রী, পরিজন, ভাই, আত্মীয়স্বজন সবাইকে তুমি সবর করার শক্তি দাও। কারণ, তুমি নিশ্চিতভাবে বলেছ, সবরকারীদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে।’
আর কোনো দিন শুনতে পাবো না দরাজগলায় ‘নাছির ভাই’ বলে ডাক দিতে। কোকো মক্কায় হঠাৎ করে বলল, ‘নাছির ভাই, জাবালে নূরে যেতে চাই।’ অর্থাৎ হেরা গুহায়, যেখানে হজরত মুহাম্মদ সা: ধ্যানে মগ্ন থাকতেন এবং যেখানে প্রথম পবিত্র কালামে পাক কুরআনের আয়াত নাজিল হয়। বললাম, ‘অত্যন্ত দুরূহ কাজ এত ওপরে ওঠা। তারেক, কোকো, ফালু সাহেবসহ ম্যাডামের রুমে গিয়ে কোকোর ইচ্ছার কথা বলে যাওয়ার অনুমতি নিলাম। জাবালে নূর-এর পাদদেশ থেকে যাত্রা শুরু করলাম। সবাই চিন্তিত, শেষ পর্যন্ত উঠতে পারব কি না। খরতাপ রৌদ্র উপেক্ষা করে গুহার সামনে উপস্থিত হলাম। সবাই গুহার ওই পবিত্রতম স্থানে প্রবেশ করলাম, যেখানে বসে হুজুরে পাক সা: আল্লাহর ধ্যানে ব্যস্ত থাকতেন এবং বিবি খাদিজা তাঁর পাশে বসে নামাজ আদায় করতেন। আমরাও সেখানে দুই রাকাত নফল নামাজ আদায় করলাম। জাবালে নূরে যেতে পেরে আমরা সবাই আনন্দে আত্মহারা। কোকো না চাইলে এটা কোনো দিন হতো না। কোকো ফিরে এসে ম্যাডামকে বললো, আমরা জাবালে নূরে উঠতে পেরেছি। কোকো উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলÑ নাছির ভাই, আমাদের ওপর আল্লাহর রহমত না থাকলে উঠতে পারতাম না।’ এ মুহূর্তে আল্লহ তায়ালার কাছে ফরিয়াদ, তোমার হাবিবের ধ্যানে মগ্ন গুহায় যেখানে তুমি পবিত্র কালামে পাক কুরআন প্রথম নাজিল করেছে, সেই পবিত্র স্থানে কোকো গিয়ে নফল নামাজ আদায় করেছে। পবিত্র মক্কা ও মদিনায় আল্লাহর দুই পবিত্রতম ঘরের যেখানে ফরিয়াদ কবুল হয় সেসব পবিত্র স্থান যেমন কাবাঘরের মুলতাজিম, মাকামে ইব্রাহিম, মাকামে হাতিম, কাবাঘরের দরজা, সাফা, মারওয়া, মদিনার রিয়াদুল জান্নাতÑ এসব স্থানে সিজদারত অবস্থায় আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করেছে, এর বরকতে হলেও হে আল্লাহ, তুমি কোকোকে জান্নাতুল ফেরদাউস দান করো এবং তার পরিবারের সদস্যদের তুমি রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখো। আমিন।
আল্লাহ, তুমি কোকোর স্ত্রীকে এই শোক সওয়ার শক্তি দাও। সবর করার মনোবল দাও। তুমি তো বলেছ, সবর করলে তার প্রতিদান অফুরন্ত।
লেখক : সাবেক রাষ্ট্রদূত ও সুপ্রিম কোর্টের আইনজীবী
mirnasirctg@gmail.com

No comments

Powered by Blogger.