পাকিস্তানে আবারও শিয়া মসজিদে হামলা
পাকিস্তানের পেশোয়ারে শুক্রবার আবারও একটি শিয়া মসজিদে জঙ্গি হামলায় অন্তত ২২ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (৬.২০) মসজিদ চত্বরে পুলিশ-জঙ্গি সংঘর্ষ চলছিল। মসজিদে জুমার নামাজ চলাকালে প্রথমে আÍঘাতী বিস্ফোরণ হয়। পরপর ৬-৭টি বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ চত্বর। সে সময় অন্তত একশ’ মুসল্লি মসজিদে উপস্থিত ছিলেন। উদ্ধার কাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে পুলিশ গুলি চালানোয় ও ব্যারিকেড করে আটকে দেয়ায় কাতারে কাতারে মানুষ মসজিদ থেকে বেরিয়ে আসছেন। সিনিয়র পুলিশ কর্মকর্তা রানা উমর হায়াত এএফপিকে বলেন, পেশোয়ারের ইমামিয়া মসজিদে শুক্রবারের জুমার নামাজ চলার সময় নিরাপত্তা রক্ষীর পোশাকে ৫-৬ জন সশস্ত্র জঙ্গি মসজিদে ঢুকে পড়ে গ্রেনেড হামলা চালায়।
এদের মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পর বাকিরা বিক্ষিপ্ত গুলি চালাতে থাকে। হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সের ডাক্তার মুমতাজ খান জানান, অন্তত ২২ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে। সিনিয়র পুলিশ কর্মকর্তা মিয়া সাঈদ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে আহতের সংখ্যা ৬০-এর বেশি বলে উল্লেখ করেন। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাজা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘খুব জোরে একবার বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। তারপরই দেখলাম অনেক মানুষ জখম হয়েছেন।’ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান পেশোয়ারে গিয়েছেন। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠি তেহরিক-ই-তালেবান এ হামলা দায় স্বীকার করেছেন। উল্লেখ্য, মাত্র দু’সপ্তাহ আগে দক্ষিণ পাকিস্তানের অপর এক শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৬১ জন নিহত হন। এনডিটিভি, জিওটিভি।
No comments