ক্ষমতা ধরে রাখতে সরকার বিচারবহির্ভূত হত্যায় লিপ্ত : সম্মিলিত পেশাজীবী পরিষদ
ক্ষমতা
ধরে রাখতে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য অপকর্মে লিপ্ত
রয়েছে। এসব হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। গতকাল শনিবার জাতীয় প্রেস কাবের সামনে
আয়োজিত মানববন্ধনে বিএসপিপি নেতৃবৃন্দ এই আহ্বান জানান। বিএসপিপির
ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন
ড্যাব সভাপতি অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হক, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ,
ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএসএমএমইউ
ড্যাব সভাপতি ডা: সাইফুল ইসলাম সেলিম, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
আলম প্রধান, অ্যাব সাধারণ সম্পাদক ইঞ্জিয়ার হারুণ-অর-রশিদ, ইঞ্জিনিয়ার
রিয়াজুল ইসলাম রিজু, জাবি অধ্যাপক শরীফুল ইসলাম, বিএসএমএমইউর সাবেক
প্রোভিসি অধ্যাপক ডা: আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক ডা: সিরাজ উদ্দিন
আহমেদ, জাতীয় প্রেস কাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম সাধারণ
সম্পাদক কাদের গণি চৌধুরী, কৃষিবিদ অ্যাসোসিয়েশনের সদস্যসচিব হাসান জাফির
তুহিন, শিক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, এমবিএ
অ্যাসোসিয়েশনের মহাসচিব শাকিল ওয়াহেদ, জাবির জাতীয়তাবাদী শিক ফোরামের
আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ কামরুল আহসান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ডা: এম এ কামাল, ডা: সাইফ উদ্দিন নিসার আহমেদ
তুষান, ডা: আদনান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার, বাক-ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, পেশাজীবী নির্যাতন, গুম-খুন-হত্যা, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা বন্ধ, সাগর-রুনি, ডা: ফায়েজ, অ্যাডভোকেট এম ইউ আহমেদসহ সব পেশাজীবী হত্যার বিচার, সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত পেশাজীবীদের আন্দোলন চলবে। ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের সরকার মতার মোহে নিরীহ মানুষের ওপর অন্যায়, অত্যাচার, জুলুম-নির্যাতন, অপহরণ, জ্বালাও-পোড়াও, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে। আমরা এসব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং শিগগিরই আলাপ-আলোচনার মাধ্যমে নিরপে সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাই।
ড্যাবের প্রতিবাদ : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পে সভাপতি অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এক যুক্ত বিবৃতিতে পেশাজীবী নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার, হত্যা ও রিমান্ডের নামে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েপ্রণ। তারা বলেন, শিক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্য সেলিম ভূঁইয়াকে নিজ কর্মস্থল থেকে গ্রেফতার করে ১৪ দিনের রিমান্ডে এনে নির্যাতন চালানো হচ্ছে। বিএফইউজের সভাপতি, জাতীয় প্রেস কাবের দুইবারের সাবেক সভাপতি, সাংবাদিক শওকত মাহমুদকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ড্যাব মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব ও বিএমএর সাবেক মহাসচিব, বিশিষ্ট ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনকে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে আজ পর্যন্ত আটটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। লক্ষ্মীপুর বিএমএর সাবেক সভাপতি ডা: ফায়েজ, সিনিয়র আইনজীবী এম ইউ আহমেদ, সাগর-রুনিসহ অনেক পেশাজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা চিকিৎসকসমাজ এ রকম নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গুম-খুন-অপহরণ, হত্যা, জ্বালাও-পোড়াওয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার, বাক-ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, পেশাজীবী নির্যাতন, গুম-খুন-হত্যা, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা বন্ধ, সাগর-রুনি, ডা: ফায়েজ, অ্যাডভোকেট এম ইউ আহমেদসহ সব পেশাজীবী হত্যার বিচার, সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত পেশাজীবীদের আন্দোলন চলবে। ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের সরকার মতার মোহে নিরীহ মানুষের ওপর অন্যায়, অত্যাচার, জুলুম-নির্যাতন, অপহরণ, জ্বালাও-পোড়াও, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে। আমরা এসব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং শিগগিরই আলাপ-আলোচনার মাধ্যমে নিরপে সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাই।
ড্যাবের প্রতিবাদ : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পে সভাপতি অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এক যুক্ত বিবৃতিতে পেশাজীবী নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার, হত্যা ও রিমান্ডের নামে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েপ্রণ। তারা বলেন, শিক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্য সেলিম ভূঁইয়াকে নিজ কর্মস্থল থেকে গ্রেফতার করে ১৪ দিনের রিমান্ডে এনে নির্যাতন চালানো হচ্ছে। বিএফইউজের সভাপতি, জাতীয় প্রেস কাবের দুইবারের সাবেক সভাপতি, সাংবাদিক শওকত মাহমুদকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ড্যাব মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব ও বিএমএর সাবেক মহাসচিব, বিশিষ্ট ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনকে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে আজ পর্যন্ত আটটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। লক্ষ্মীপুর বিএমএর সাবেক সভাপতি ডা: ফায়েজ, সিনিয়র আইনজীবী এম ইউ আহমেদ, সাগর-রুনিসহ অনেক পেশাজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা চিকিৎসকসমাজ এ রকম নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গুম-খুন-অপহরণ, হত্যা, জ্বালাও-পোড়াওয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
No comments