মুলা নাকি মানুষের পা!
একটি
মুলা নিয়ে জাপানে তোলপাড় শুরু হয়েছে। শীতের সবজি মুলা- তা নিয়ে আবার কিসের
শোরগোল। হ্যাঁ, জাপানে যে মুলাটি নিয়ে আলোচনা জমজমাট সেটি দেখতে মানুষের
পায়ের মতো। একেবারে হুবহু মানুষের পা যেন। সে পায়ে লাগবে ১২ সাইজের জুতা।
ইউকিহিরো ইকেউচি তার বাগানে সম্প্রতি এ মুলাটি আবিষ্কার করেন। এর ওজন ১.৫
কেজি। তারপর থেকে সেটি উদ্ধার করে রাখা হয়েছে আয়াগাওয়াতে। সেখানে প্রদর্শন
করা হচ্ছে এই মুলা। প্রতিদিন তা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে যাচ্ছে অসংখ্য
মানুষ। ওই মুলায় আছে মানুষের পায়ের বৃদ্ধাঙ্গুলের মতো একটি অংশ। তারপরেই
রয়েছে অপেক্ষাকৃত ছোট চারটি আঙ্গুলের মতো। কোন অবস্থাতেই মানুষের পা থেকে
এটাকে আলাদা করার উপায় নেই। এই মুলাটি ৩০ সেন্টিমিটার লম্বা।
No comments