বিচারবহির্ভূত প্রতিটি গুম ও খুনের জন্য শেখ হাসিনাকে জবাব দিতে হবে -মির্জা ফখরুল
‘সরকারবিরোধী
আন্দোলনে ৩০০ জনকে হত্যা ও ৬৫ জনকে গুম কারা হয়েছে’ বলে অভিযোগ করেছেন
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ সব
বিচারবহির্ভূত প্রতিটি গুম ও খুনের জন্য শেখ হাসিনাকে জনগণের কাছে জবাব
দিতে হবে।’ আজ রবিবার সকালে জাতীয় প্রেসকাব মিলনায়তনে এক আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিঙ্গাপুর বিএনপি এ আলোচনা সভার আয়োজন
করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম-খুনের শিকার এমন ২৪ পরিবারকে ৫০ হাজার
টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে একের পর
এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, মন্ত্রী-এমপিদের দাম্ভিকতা শোনে মনে
হচ্ছে তারা এদেশের রাজা আর দেশটি তাদের পৈত্তিক সম্পত্তি। তাদের
(মন্ত্রী-এমপি) আচরণে প্রমাণিত হচ্ছে গত ৫ জানুয়ারি (বিতর্কিত) নির্বাচন
একতরফা করতেই তখন বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছিল। এসময় গত ৫
জানুয়ারি (বিতর্কিত) নির্বাচনকে কেন্দ্র করে ৩১০ জনকে হত্যা ও ৬৫ জনকে গুম
করা হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গুম ও খুন মানবতাবিরোধী
অপরাধ আর সে হিসেবে এ সরকারও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত। যারা গুম ও
খুনের সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন বিএনপির এ
নেতা।
No comments