‘যন্ত্রপাতির অভাব থাকলেও সরকারের আন্তরিকতার অভাব ছিল না’
রাজধানীর শাহজাহানপুরে প্রায় ২৫০ ফুট গভীর পাইপে আটকে পড়া শিশু জিহাদকে উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব থাকলেও সরকারের আন্তরিকতার কোনো অভাব ছিল না। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা মোকাবেলা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এখনই নিতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপের আলোচকরা এসব কথা বলেন। সংলাপের এ পর্বে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিপ হুইপ আ.স.ম ফিরোজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা প্রধান ড. ফাহমিদা খাতুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এসএম শামীম রেজা। সংলাপ পর্বে শিশু জিহাদকে উদ্ধার করতে রাষ্ট্র পুরো ব্যর্থ হলো কেন এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম মিয়া বলেন, “এ ধরনের ঘটনায় রাষ্টের তো অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। রাষ্ট্র কেন ব্যর্থ হলো সেটা বড় প্রশ্ন।” তবে এ ঘটনায় প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব থাকলেও সরকারের আন্তরিকতার কোনো অভাব ছিল না বলেও মনে করে তিনি। আ.স.ম ফিরোজ বলেন, “আসলে সরকারের আন্তরিকতার প্রমাণ রানা প্লাজা। আর জিহাদের ঘটনায়, যারা দায়িত্বপ্রাপ্ত লোক ছিল তাদের লাইসেন্স বাতিল করে নয়, কঠোর শাস্তি পাওয়ার ব্যবস্থা করতে হবে।” ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা মোকাবেলা করা যায় তার জন্য অবিলম্বেপ্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও পরামর্শ দেন তিনি। এসএম শামীম রেজা বলেন, “পুরো রাষ্ট্রযন্ত্র নয়, ব্যর্থতা দায়িত্বপূর্ণ সংস্থাগুলোর। তাদের প্রস্তুতি ও সমন্বয়ের ঘাটতি চোখে পড়েছে।” ড. ফাহমিদা খাতুন বলেন, “এর জন্য দায়ী দায়িত্বপূর্ণ লোকগুলোর অবহেলা এবং তাদের শাস্তি না পাওয়া। আমাদের দেশে সাধারণ মানুষের জীবনের মূল্য খুব কম। তাদের জীবনের ন্যুনতম নিরাপত্তাও নিশ্চিত করা হয়না।” বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন।
No comments