রাজধানীতে বিজিবি মোতায়েন, পল্টনে বাসে আগুন
রাজধানীতে
একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ৬টার দিকে পল্টন মোড়ে
সচিবালয়ের একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা
জানান, কয়েকজন যুবক রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসটিতে (ঢাকা মেট্রো স- ১১-০১০১)
আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় বাসটির ভেতরে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা
ঘটেনি। এদিকে, হরতালে নাশকতা রোধে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে বিজিবি সদস্যরা টহল শুরু
করেছেন। উল্লেখ্য, গাজীপুরে শনিবারের সমাবেশে বাধা দেয়ার অভিযোগে সোমবার
দেশব্যাপী হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
No comments