মনিপুরে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত কমপ্লেক্স থেকে ৮ নরমুণ্ডু উদ্ধার
ভারতের
মনিপুর রাজ্যের একটি পরিত্যক্ত স্কুল কমপ্লেক্স থেকে আটটি নরমুণ্ডু পাওয়া
গেছে। মনিপুরের ইম্ফালে ২৬ ডিসেম্বর নির্মাণকাজ করার সময় খুলিগুলো পাওয়া
যায় বলে পুলিশ রোববার এ তথ্য জানায়। তোম্বিসানা হাইস্কুলের ওই কমপ্লেক্সটি
১৯৮০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত স্বাধীনতাকামীদের তৎপরতা তুঙ্গে থাকার সময়
কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। হিন্দুস্তান টাইমসের খবরে
বলা হয়, ওই সময়ে অনেক তরুণ গুম হয় বা তাদের গ্রেফতার করা হয়। ফ্যামিলিস অব
ইনভলান্টারি ডিসএপায়ার্ড এসোসিয়েশন মনিপুর (এফআইডিএএম)সহ বেশ কয়েকটি সামজিক
সংস্থা নির্মাণকাজ বন্ধ রেখে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিতে মুখ্যমন্ত্রী
ও ইবোবি সিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এফআইডিএএম-এর মহাসচিব মো.
বানিয়াইমা সাংবাদিকদের বলেন, মনিপুরে প্রায়ই গুমের ঘটনার সাথে এই
নরমুণ্ডুগুলোর সময়ের মিল রয়েছে। স্থানীয় পত্রিকাগুলো নরমুণ্ডের ছবি প্রকাশ
করেছে। অনেকে ডিএনএ পরীক্ষার আহ্বান জানিয়েছে।
No comments