ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে নবীগঞ্জের এক পল্লী চিকিৎসক গ্রেপ্তার
নবীগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মো. ফজলুল হক নামের এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগ নেতার দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত সোয়া ৮ টায় শহরের পৌর এলাকার তিমিরপুর বাজারস্থ শ্যামা মেডিক্যাল সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলা সদরের সুজাপুর গ্রামের মাওলানা জালাল উদ্দিনের পুত্র পল্লী চিকিৎসক ফজলুল হক তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এ নিয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসি মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
No comments