নিউএজ কার্যালয়ে পুলিশ
ইংরেজি
দৈনিক নিউএজ এর কার্যালয়ে পুলিশ তল্লাশি চালানোর চেষ্টা করে ফিরে গেছে। এ
নিয়ে পত্রিকার কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা হয়। তল্লাশির সুনির্দিষ্ট
কারণ জানাতে না পারায় পুলিশকে কার্যালয়ে প্রবেশ করতে দেননি তারা। রাত পৌনে
নয়টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার (ওসি) সালাহউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ
নিউএজ এর কার্যালযে প্রবেশ করে তল্লাশি করতে চায়। এ সময় সাংবাদিকরা পুলিশকে
কার্যালয়ে ঢুকতে বাধা দিয়ে পুলিশের কাছে তল্লাশির কারণ জানতে চান। এ সময়
পুলিশ কোন লিখিত কারণ দেখাতে পারেনি বলে দাবি করেছেন পত্রিকাটির
সাংবাদিকরা। পরে পুলিশ তল্লাশি না করেই ফিরে যায়।
No comments