খালেদার বাসায় চীনের পররাষ্ট্রমন্ত্রী
বিরোধী
জোটের শীর্ষনেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সফররত চীনা
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠক শুরু হয়েছে। রাত পৌনে ৯টায় বিএনপির
চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে
রয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির
সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান
শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন
আহমেদ। এর আগে আজ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে
গণভবনে যান চীনা পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আন্তরিক পরিবেশে বৈঠকটি হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, চীনের উন্নয়ন দর্শনে চীনকে অনুসরণ চলবে তার
সরকার। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ
প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু
করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সকালে পররাষ্ট্র দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, তিনদিনের সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান চীনের
পররাষ্ট্রমন্ত্রী।
No comments