চীন-ভারত রেষারেষি নেপালের পোয়াবারো
এশিয়ার রাজনীতিতে ভারত-চীন সাপে-নেউলে
সম্পর্ক। একে-অপরকে টপকানোর স্নায়ুযুদ্ধে কেউ কম নয়। পাকিস্তান, মিয়ানমার,
বাংলাদেশসহ আঞ্চলিক দেশগুলোতে কে বেশি প্রভাব বিস্তার করতে পারবে সেই
লড়াইয়ে সদা-মশগুল এই দুই দেশ। দুই প্রতিদ্বন্দ্বীর এই রেষারেষিতে এবার
পোয়াবারো নেপালের। চীন নেপালে তার সরকারি সহায়তা আরও পাঁচগুণ বৃদ্ধি করেছে।
এছাড়াও নেপালের বিদ্যুৎ খাতে ভারতীয় সফট ঋণ প্রস্তাবের বিপরীতে চীন
নেপালের বিদ্যুৎ অবকাঠামো খাতে ১৬০ কোটি ডলার মূল্যের সহায়তার অঙ্গীকার
করেছে। ২০১৫-১৬ সালে হিমালয়ের পাদদেশে অবস্থিত এই দেশটির জন্য চীনের সহায়তা
বর্তমানের ২৪০ কোটি থেকে ১২শ ৮০ কোটি টাকায় বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার
কাঠমান্ডুতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তার নেপালি কাউন্টারপার্ট
মহেন্দ্র বাহাদুর পান্ডের মধ্য এক বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। এছাড়াও
বিশেষ উপহার হিসেবে বেইজিং নেপালের জন্য একটি পুলিশ একাডেমি নির্মাণ করার
ঘোষণা দিয়েছে। চীনের এই কার্যক্রমে অনেকেই মনে করছেন, চীন ভারতের সঙ্গে
সরাসরি প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সম্প্রতি তিব্বতী
শরণার্থীরা নেপালের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। তাদের আগমন
ঠেকাতেই নেপালের পুলিশকে সাহায্য করার কারণ বলে মনে করা হচ্ছে। নেপাল-ভারত
সম্পর্কে চীন খুশি : নেপাল সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার
কাঠমান্ডুতে বলেছেন, চীন, নেপাল ও ভারতের মধ্যে সহযোগিতা জোরদার এবং তাদের
অভিন্ন উন্নয়নে জোর প্রচেষ্টা চালাতে হবে। তিনি আরও বলেন, নেপাল ও ভারতের
মধ্যে দৃঢ় সম্পর্ক দেখে চীন খুশি। দুদেশের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকের পর
নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র বাহাদুর পান্ডের সঙ্গে এক যৌথ সংবাদ
সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে
ওয়াং বলেন, নেপাল ও ভারত চীনের ভালো বন্ধু ও প্রতিবেশী দেশ। চীন আশা করে
যে, চীন ও নেপালের মধ্যকার সম্পর্ক এবং চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের
সুষ্ঠু বিকাশ ঘটবে। টাইমস অব ইন্ডিয়া।
No comments