ফাঁসি বন্ধ করতে পাকিস্তানকে জাতিসংঘের চাপ
সর্বোচ্চ শাস্তি ফাঁসি বন্ধ করার জন্য
আবারও পাকিস্তানকে চাপ দিচ্ছে জাতিসংঘ। সন্ত্রাসের শিকড় নির্মূলে সম্প্রতি
দেশটি স্থগিতাদেশ তুলে নেয়ার পরই জাতিসংঘ ফের চাপ দিচ্ছে। জাতিসংঘের
মহাসিচব বান কি মুন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে ফাঁসির
স্থগিতাদেশ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে শনিবার এ খবর
দিয়েছে ডন। প্রতিবেদনে বলা হয়, পেশোয়ারের স্কুলে তালেবান হামলায় ১৩৪ শিশুসহ
দেড়শ নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বান কি মুন। তবে বৃহস্পতিবার
নওয়াজ শরিফের সঙ্গে পেশোয়ার হামলা নিয়ে কথা বলার সময় জাতিসংঘপ্রধান অনুরোধ
করেন যেন মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশ আবারও বহাল রাখা হয়। ১৬ ডিসেম্বর
পেশোয়ারের সেনা নিয়ন্ত্রিত স্কুলে তালেবানের বর্বর হামলার পর ছয় বছরের
মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ তুলে নেয় পাকিস্তান।
বিমান হামলা ও বন্দুকযুদ্ধে ৫৫ জঙ্গি নিহত : গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েকটি বিমান হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে শনিবার জানানো হয়, সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার রাতে আফগান সীমান্তবর্তী উপজাতীয় ওরাকাজি ও খাইবার জেলা সংলগ্ন এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায়। এএফপি।
বিমান হামলা ও বন্দুকযুদ্ধে ৫৫ জঙ্গি নিহত : গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েকটি বিমান হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে শনিবার জানানো হয়, সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার রাতে আফগান সীমান্তবর্তী উপজাতীয় ওরাকাজি ও খাইবার জেলা সংলগ্ন এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায়। এএফপি।
No comments