ওবামা বানর : উ. কোরিয়া
উত্তর কোরিয়ার নেতাকে নিয়ে নির্মিত
কাল্পনিক কমেডি মুভি দ্য ইন্টারভিউ মুক্তি দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক
ওবামার আচরণ পাজির মতো তিনি বানরের মতো উস্কানি দিয়েছেন বলে উল্লেখ করে তার
কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং। একইসঙ্গে মুভির ব্যাপারে
অনিবার্যভাবে ভয়াবহ পাল্টা আঘাতের হুমকি দিয়েছে দেশটি।
উ. কোরিয়ার ক্ষমতাধর জাতীয় প্রতিরক্ষা কমিশন (এনডিসি) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের গণমাধ্যমগুলোর মধ্যে ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটানোরও অভিযোগ করেছে। সম্প্রতি বিশ্বের নামকরা ছবি নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্সে সাইবার হামলা হয়। ফলে প্রথম পর্যায়ে উত্তর কোরিয়ার নেতাকে নিয়ে নির্মিত কমেডি মুভি দ্য ইন্টারভিউ বড়দিনে মুক্তি দেয়া স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছিল।
সে সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুভিটির মুক্তি না দেয়ার ঘোষণাকে বিরাট ভুল বলে উল্লেখ করেন। অবশেষে বহু ঘটনার পর খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনেই মুক্তি দেয়া হয় দ্য ইন্টারভিউ। এরপর মুভিটি মুক্তি দেয়ার সনির সিদ্ধান্তকে স্বাগত জানান ওবামা। সনি পিকচার্সে সাইবার হামলার জন্য উ. কোরিয়াকে দায়ী করে ওয়াশিংটন। তবে পিয়ংইয়ং তা অস্বীকার করে। দেশটি সাইবার হামলার ঘটনাকে সঠিক কাজ বলে উল্লেখ করে। মুভিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে আততায়ীর হামলার কাল্পনিক কাহিনী রয়েছে। এদিকে সনি পিকচার্সে হ্যাকিংয়ের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের মধ্যে গত মঙ্গলবার ইন্টারনেট বিপর্যয়ের কবলে পড়ে উত্তর কোরিয়া।
ইন্টারনেট সংযোগ ৯ ঘণ্টা ৩১ মিনিট বিচ্ছিন্ন থাকার পর তা আবার চালু হয়। উ. কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে এনডিসির নীতিবিষয়ক বিভাগের এক মুখপাত্র বলেন, উ. কোরিয়ার বারবার সতর্কতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র যদি মার্কিনি কায়দায় তাদের ঔদ্ধত্য, অত্যধিক কর্তৃত্বব্যঞ্জক ও দস্যুদের মতো স্বৈরাচারী কর্মকাণ্ড অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্রের মনে রাখা উচিত, ব্যর্থ রাজনীতির কারণে তাদের ওপর অনিবার্যভাবে ভয়াবহ আঘাত নেমে আসবে। এএফপি
উ. কোরিয়ার ক্ষমতাধর জাতীয় প্রতিরক্ষা কমিশন (এনডিসি) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের গণমাধ্যমগুলোর মধ্যে ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটানোরও অভিযোগ করেছে। সম্প্রতি বিশ্বের নামকরা ছবি নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্সে সাইবার হামলা হয়। ফলে প্রথম পর্যায়ে উত্তর কোরিয়ার নেতাকে নিয়ে নির্মিত কমেডি মুভি দ্য ইন্টারভিউ বড়দিনে মুক্তি দেয়া স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছিল।
সে সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুভিটির মুক্তি না দেয়ার ঘোষণাকে বিরাট ভুল বলে উল্লেখ করেন। অবশেষে বহু ঘটনার পর খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনেই মুক্তি দেয়া হয় দ্য ইন্টারভিউ। এরপর মুভিটি মুক্তি দেয়ার সনির সিদ্ধান্তকে স্বাগত জানান ওবামা। সনি পিকচার্সে সাইবার হামলার জন্য উ. কোরিয়াকে দায়ী করে ওয়াশিংটন। তবে পিয়ংইয়ং তা অস্বীকার করে। দেশটি সাইবার হামলার ঘটনাকে সঠিক কাজ বলে উল্লেখ করে। মুভিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে আততায়ীর হামলার কাল্পনিক কাহিনী রয়েছে। এদিকে সনি পিকচার্সে হ্যাকিংয়ের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের মধ্যে গত মঙ্গলবার ইন্টারনেট বিপর্যয়ের কবলে পড়ে উত্তর কোরিয়া।
ইন্টারনেট সংযোগ ৯ ঘণ্টা ৩১ মিনিট বিচ্ছিন্ন থাকার পর তা আবার চালু হয়। উ. কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে এনডিসির নীতিবিষয়ক বিভাগের এক মুখপাত্র বলেন, উ. কোরিয়ার বারবার সতর্কতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র যদি মার্কিনি কায়দায় তাদের ঔদ্ধত্য, অত্যধিক কর্তৃত্বব্যঞ্জক ও দস্যুদের মতো স্বৈরাচারী কর্মকাণ্ড অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্রের মনে রাখা উচিত, ব্যর্থ রাজনীতির কারণে তাদের ওপর অনিবার্যভাবে ভয়াবহ আঘাত নেমে আসবে। এএফপি
No comments