কায়সারের মামলার রায় পড়া শুরু
সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা শুরু হয়েছে। বিচারপতি এম ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম। সকালে সৈয়দ মোহাম্মদ কায়সারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। চলতি বছরের ২০শে আগস্ট রাষ্ট্র ও আসামি উভয় পক্ষে মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায় যে কোনদিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওই দিন জামিনে থাকা কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। জাতীয় পার্টির নেতা কায়সারের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগসহ ১৬টি অভিযোগ আনা হয়েছে।
No comments