এবার চীনে তিব্বতি নারীর আগুনে আত্মাহুতি
চীনা শাসন ও দমননীতির প্রতিবাদে এবার আগুনে আত্মাহুতি দিলেন এক তিব্বতি নারী। সেপ কি নামে ২০ বছর বয়সী ওই তরুণী নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের অ্যাবা কাউন্টির একটি শহরতলিতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সেপ তার পিতামাতার সঙ্গে বসবাস করতেন। তবে তার জীবনযাপন ছিল যাযাবরের মতো। সুনির্দিষ্ট কোন স্থানে তিনি বেশিদিন অবস্থান করতেন না। এদিকে সেপের আগুনে আত্মাহুতি দেয়ার ঘটনার পর তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরতলিটিতে এ মাসে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। পুলিশ ও অ্যাবা কাউন্টি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। এর আগে সেখানে ২ সন্তানের পিতা আগুনে আত্মাহুতি দিয়েছিলেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩০ তিব্বতি নিজের গায়ে আগুন ধরিয়েছেন, যাদের অধিকাংশেরই করুণ মৃত্যু হয়েছে। এ ধরনের কর্মকা-ের তীব্র নিন্দা জানিয়ে আসছে বেইজিং এবং নির্বাসিত নোবেল জয়ী আধ্যাত্মিক নেতা দালাই লামা তিব্বতিদের ব্যবহার করছে বলে অভিযোগ এনেছে। অন্যদিকে, আগুনে আত্মাহুতির ঘটনাকে নিদারুণ হতাশার চরম বহিঃপ্রকাশ এবং এ ধরনের ঘটনা থামানোর ব্যাপারে তিনি অক্ষম বলে বারবারই মন্তব্য করেছেন দালাই লামা।
No comments