খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে খালেদার মতবিনিময়
বড়দিন
উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ
নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশান
রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই
খালেদা জিয়া খ্রিষ্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানান এবং কেক কাটেন ।
খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি আলবার্ট পি কস্তার সভাপতিত্বে মতবিনিময় সভায়
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির
সদস্য ব্রি. জে. (অব.) আসম হান্নান শাহ, এম কে আনোয়ার, ধর্মবিষয়ক সম্পাদক
এড. মাসুদ আহমেদ তালুকদার, খ্রিষ্টান এসোসিয়েশনের উপদেষ্টা মৃগেন হাগি দে,
আর্চ বিশপ পানিসিউ কস্তা, জন গোমেজ, সুব্রত উইলিয়াম রোজারিও, পাপড়ি আলফ্রেড
প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments