খুনের পর মুণ্ডু কেটে চাঁদা দাবি: ৩ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুত মিস্ত্রি রুবেলকে খুনের পর তার কাটা মু-ু নিয়ে চাঁদা দাবির মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদ- প্রদান করা হয়। দ-প্রাপ্তরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে রুবেল (২৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কোদালিয়া উত্তরপাড়ার ওসমান গনির ছেলে রোমান (২৪) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেউড়ি গ্রামের কবির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (২৪)। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ৬ই জুন দিবাগত রাতে পুরান ঢাকার হোটেল শাহকামালের নীচতলায় রুবেলকে খুন করা হয়। এরপর তার মু-ু কেটে তা নিয়ে আসামি রোমান হোটেল মীমে গিয়ে ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। নতুবা হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়। টাকা দেয়ার কথা বলে রোমানকে বসিয়ে পুলিশে খবর দেন ম্যানেজার। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। এরপর ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হোটেল শাহকামালের নীচতলার পাশে একটি স্থান থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামিদের স্বীকারোক্তি থেকে জানা যায়, ঘটনার এক সপ্তাহ আগে রুবেলকে খুন করার পরিকল্পনা করে তারা।
No comments