মেরন সান স্কুল এন্ড কলেজের চান্দগাঁও ক্যাম্পাসে ক্লাস পার্টি অনুষ্ঠিত


গত ৩০ নভেম্বর চট্টগ্রামের একমাত্র ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজের চান্দগাঁও ক্যাম্পাসে প্রি-নার্সারী থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন সেকশনের ১২টি ক্লাসে পর্যাক্রমে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। ক্লাস পার্টি উদ্ভোধন করেন মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। এই সময় আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নুর কাশেম, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শরিফুল কাদের চৌধুরী, কো-অর্ডিনেটর শিহাব উদ্দিন, বালিকা হোষ্টেল সুপার সাজেদা বেগম মিনু,শিক্ষক ওসমান বেনজির, রঞ্জন রায় চৌধুরী,কাজি মোহাম্মদ সাইয়েদ, চেমন আরা, সাইফুল ইসলাম,নজরুল ইসলাম,বৈশাখী বনিক,আবিদা নুর মনি লক্ষী রানী,নাসরিন আক্তার,পাপিয়া সেন প্রমূখ। অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ প্রতিটি ক্লাস পার্টি উদ্ভোধনের পূর্বে ছাত্র-ছাত্রীর উদেশ্যে বলেন, জীবনের  সব চাইতে আনন্দের বিষয় হচ্ছে শিক্ষা গ্রহণ, সেই আনন্দের প্রাপ্তির পূর্ণতা লাভ হচ্ছে নিজেকে  একাডেমীক ভাবে শিক্ষিত করা। সামনের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, সারা বৎসরের লেখা-পড়ার মূল্যায়ন হচ্ছে বার্ষিক পরীক্ষা। এই মূল্যায়নের জন্য  শিক্ষার্থীদের দক্ষতা প্রমানের জন্য সামনের পরীক্ষাগুলোতে অবশ্যই  ভালো করতে হবে। এ ব্যাপারে শিক্ষার্থীদেরকে আরো সচেতন ও নিজে কর্তব্যপরায়ন হতে হবে।

No comments

Powered by Blogger.