ডিআরইউ নির্বাচন - বাদশা সভাপতি, ইলিয়াস সম্পাদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা সভাপতি এবং ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, এমএ আজিজ ও আবু তাহের। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডিআরইউর ১৩০৩ জন সদস্যের মধ্যে ১০৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।এছাড়া সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রিয়াজ চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার ফেরদৌস মোবারক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মো. মঈনউদ্দিন নির্বাচিত হয়েছেন। এদিকে সভাপতি পদে সাখাওয়াত হোসেন বাদশা ৩৬৬, ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন ৩৩৭, একাত্তর টিভির চিফ এ্যাসাইনমেন্ট এডিটর মনির হোসেন লিটন ৩২৮, দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল ৫৮ ভোট পান।সহ-সভাপতি পদে দ্য ইন্ডিপেনডেন্টের রফিকুল ইসলাম আজাদ ৬৪৭, তার প্রতিদ্বন্দ্বী বাংলার চোখের সাব্বীর মাহমুদ পেয়েছেন ৩৪৬ ভোট। যুগ্ম-সম্পাদক পদে ডেইলি স্টারের ফেরদাউস মোবারক ৫৯৩, তার প্রতিদ্বন্দ্বী গাজী টিভির সালাম ফারুক পেয়েছেন ৪২০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের রিয়াজ চৌধুরী ৬৬৩, প্রতিদ্বন্দ্বী ডেইলি সানের শওকত আলী খান পেয়েছেন ৩৫০ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের মো. মঈনুদ্দীন খান ৬৬৩, প্রতিদ্বন্দ্বী সৈয়দ সোহরাব পেয়েছেন ৩৪৩ ভোট। এ ছাড়া একজন করে প্রার্থী থাকায় অর্থ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের আশরাফুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, দপ্তর সম্পাদক পদে প্রাইম নিউজের মেহেদী আজাদ মাসুম, নারীবিষয়ক সম্পাদক পদে আইরীন নিয়াজী মান্না, আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতির আমিনুল হক ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের আজিজুল পারভেজ ও ক্রীড়া সম্পাদক পদে বদরুল আলম খোকন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ঐতিহ্য অনুযায়ী ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতীক স্বরূপ একটি চাবি তুলে দেন সাবেক সভাপতি শাহেদ চৌধুরী। একইসঙ্গে শাহেদ চৌধুরী বাদশাহর গলায় ফুলের মালা দিয়ে নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানান। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের গলায় মালা পরিয়ে সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান অভিনন্দন জানান।
No comments