৬২ বছরেও রেজিস্ট্রেশন নম্বর ভোলেননি প্রণব!
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার রেজিস্ট্রেশন নম্বর ছিল ৫০৫৭. ৫২-৫৩। ৬২ বছর আগের সেই রেজিস্ট্রেশন নম্বরটি তার এখনও মনে আছে। আজ এ বিশ্ববিদ্যালয় থেকেই তাকে সম্মান সূচক ডি লিট ডিগ্রি দেয়া হবে। রাষ্ট্রপতি হওয়ার পর প্রতি তিন মাসে একবার বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সঙ্গে তিনি বৈঠক করে থাকেন। এমনই এক বৈঠকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানান, ’৭৮-এর বন্যায় ঢাকুরিয়ার বাড়ি ভেসে যাওয়ায় তার সব সনদ নষ্ট হয়ে গেছে।
ভিসি বলেন, শিক্ষাবর্ষ আর রেজিস্ট্রেশন নম্বর বললে- কপি বের করা কোনো সমস্যাই নয়। রাষ্ট্রপতি এরপর গড় গড় করে ইন্টারমিডিয়েট রেজিস্ট্রেশন নম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর বলতে থাকেন। অবশেষে নিজের এ তাক লাগানো স্মৃতিশক্তির গুণে রাষ্ট্রপতি তার পুরনো সার্টিফিকেটগুলো সহজেই ফেরত পান। জিনিউজ।
No comments