অনুসন্ধান যান পাঠাচ্ছে জাপান
জাপান গ্রহাণু নিয়ে গবেষণা চালাতে সোমবার
অনুসন্ধান যান উৎক্ষেপণ করবে। রোববার এটির উৎক্ষেপণের কথা থাকলেও এদিন
খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। জাপান এরোস্পেস এক্সফ্লোরেশন এজেন্সি
শনিবার বলেছে, দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা স্পেস সেন্টার থেকে সোমবার
হায়াবুসা টু উৎক্ষেপণের কথা রয়েছে। আবহাওয়া দফতর আকাশজুড়ে ঘন মেঘ থাকার
ঘোষণা দেয়ার পর অনুসন্ধান যানটির উৎক্ষেপণ সময়ে পরিবর্তন আনা হয়। অনুসন্ধান
যানটিকে গ্রহাণুতে পাঠানোর উদ্দেশ্য সৌরজগতের অজানা এমন কিছু তথ্য সংগ্রহ
যাতে জীব ও মহাজাগতিক বিশ্বের মৌল কিছু জিজ্ঞাসার জবাব মিলবে। গৃহস্থালিতে
ব্যবহৃত রেফ্রিজারেটর আকৃতির হায়াবুসা টু ২০১৮ সালের মাঝামাঝি গ্রহাণুতে
পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ১৮ মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর এটি
পৃথিবীতে ফিরবে। উল্লেখ্য, ছয় বছরমেয়াদি পুরো এ অভিযানের জন্য খরচ হবে ২৬
কোটি মার্কিন ডলার। এএফপি।
No comments