‘ফেসবুক বন্ধ না করে প্রশ্ন ফাঁসকারীদের শাস্তি দিতে হবে’
ফেসবুক বন্ধ না করে শিক্ষা মন্ত্রণালয়ের যাদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান। তিনি বলেন, ফেসবুক ব্যবহারকারীরা প্রশ্ন পত্র ফাঁস করে না, শিক্ষা মন্ত্রণালয়ের যাদের কাছে প্রশ্নপত্র থাকে তাদের কেউ কেউ প্রশ্ন ফাঁস করে। তাদেরকে শাস্তি দিতে হবে। আজ সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। ‘প্রয়োজনে ফেসবুক বন্ধ করে দেয়া হবে’ শিক্ষা মন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে ফজলুর রহমান বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করতে পারছে না। সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর আগে জেএসসি’র প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটা বন্ধ করতে না পেরে ‘শিক্ষা মন্ত্রী বলেছেন, পরীক্ষার সময় ফেসবুক বন্ধ করে দিবেন। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্য বলেন, ফেসবুক যারা ব্যবহার করে, তারা প্রশ্ন পত্র ফাঁস করেন না। ফাঁস হওয়ার পর ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের যাদের কাছে প্রশ্নপত্র থাকে তাদের কিছু লোকজন একাজের সঙ্গে জড়িত। তাদেরকে না ধরে, শিক্ষা মন্ত্রী বলছেন, ফেসবুক বন্ধ করে দিবেন। ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্ন না পাওয়া গেলে এ প্রশ্ন পরে অনেক দামে গ্রামে গঞ্জে বিক্রি হবে। তাই প্রশ্ন ফাঁস রোধ করতে হবে। তিনি আরও বলেন, ‘শিক্ষা নিয়ে আমাদের প্রচুর অর্জন। তবুও পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাচ্ছে না। ফেসবুক বন্ধ না, শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিয়ে প্রশ্নপত্র ফাঁসকারীদের শান্তির আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রীর অর্জনকে কয়েকজন লুটেরা, চোর ধ্বংস করতে পারে না।
No comments