মেক্সিকো মাতাচ্ছেন ড. ইউনূস
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবার মেক্সিকো মাতাচ্ছেন। সামাজিক ব্যবসার ধারণা দেশটির তরুণ প্রজন্মকে এত বেশি অনুপ্রাণিত করছে যে, মেক্সিকোর অর্থ মন্ত্রণালয় তাদের দেশের রাজধানী মেক্সিকো সিটিকে ঘোষণা করেছে ‘সামাজিক ব্যবসা নগর’ হিসেবে। এই ঘোষণা এসেছে সেখানে অনুষ্ঠিত বিশ্ব সামাজিক ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে। গত ২৭ নভেম্বর মেক্সিকো সিটিতে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন হয়। অনুষ্ঠানে সামাজিক ব্যবসা সম্পর্কে ধারণা নিতে, ড. ইউনূসের বক্তব্য শুনতে বিশ্বের নানা প্রান্তের নানা পেশার মানুষ একত্রিত হয়েছিলেন। ব্যবসায়ী, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, করপোরেট ব্যক্তিত্বের পাশাপাশি দুই দিনের এ সম্মেলনে যোগ দেন নবীন উদ্যোক্তারা। আলোচনায় অংশ নেন গবেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে নারী উদ্যোক্তারাও। দুই দিনে তারা শোনেন ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে কীভাবে একজন বেকার নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলছেন। কীভাবে তারা সামাজিক সমস্যা নিয়ে কাজ করছেন।
No comments