ক্নিনটন ব্যাভিচার করেননি!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন
মনিকা লিওনস্কির সাথে তার পরকীয়া নিয়ে সৃষ্ট জটিলতা থেকে রক্ষা পেতে ইহুদি
আইনের আশ্রয় নিয়েছেন বলে ফাঁস হওয়া একটি ইমেইলের সূত্রে জানা গেছে। তাতে
ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, ক্নিনটন ব্যাভিচার করেননি, তিনি হস্তমৈথুনের মতো
সাধারণ পাপ করেছিলেন।
১৯৯৯ সালের ২৭ জানুয়ারি ইমেইলটি পাঠিয়েছিলেন ডার্টমাউথ কলেজ জুইশ স্টাডিজ অধ্যাপক অধ্যাপক সুসানাহ হেসকাল ইমেইলটি পাঠিয়েছিলেন হোয়াইটহাউজের উপদেষ্টা সিডনি ব্লুমেন্থালকে। মনিকার সাথে ক্নিনটনের দৈহিক সম্পর্ক নিয়ে ব্যাপক সোরগোলের মধ্যে ইমেইলটি পাঠানো হয়েছিল এবং তা ব্যবহারও করা হয়েছিল। ওই ঘটনায় অল্পের জন্য ইমপিচমেন্টের হাত থেকে রক্ষা পেয়েছিলেন ক্নিনটন।
নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় বলা হয়েছে যে ওই ইমেইল দাবি করা হয়, ‘কাসিক্যাল ইহুদি আইন অনুসারে প্রেসিডেন্ট ক্নিনটন ব্যাভিচার করেননি। কারণ ব্যাভিচারের সংজ্ঞায় বলা হয়েছে, সেটা হলো কোনো বিবাহিত নারীর সাথে কোনো বিবাহিত পুরুষের শারীরিক সম্পর্ক। কিন্তু মনিকা যেহেতু সিঙ্গেল, তাই কিনটন ব্যাভিচার করেননি।’
ইমেইল বার্তায় আরো বলা হয়, হস্তমৈথুনের মতো সাধারণ পাপ করেছেন। এই পাপ বেশির ভাগ ইহুদি পুরুষ জীবনের কোনো না কোনো সময় করে থাকে।’
সূত্র : টাইমস অব ইসরাইল।
১৯৯৯ সালের ২৭ জানুয়ারি ইমেইলটি পাঠিয়েছিলেন ডার্টমাউথ কলেজ জুইশ স্টাডিজ অধ্যাপক অধ্যাপক সুসানাহ হেসকাল ইমেইলটি পাঠিয়েছিলেন হোয়াইটহাউজের উপদেষ্টা সিডনি ব্লুমেন্থালকে। মনিকার সাথে ক্নিনটনের দৈহিক সম্পর্ক নিয়ে ব্যাপক সোরগোলের মধ্যে ইমেইলটি পাঠানো হয়েছিল এবং তা ব্যবহারও করা হয়েছিল। ওই ঘটনায় অল্পের জন্য ইমপিচমেন্টের হাত থেকে রক্ষা পেয়েছিলেন ক্নিনটন।
নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় বলা হয়েছে যে ওই ইমেইল দাবি করা হয়, ‘কাসিক্যাল ইহুদি আইন অনুসারে প্রেসিডেন্ট ক্নিনটন ব্যাভিচার করেননি। কারণ ব্যাভিচারের সংজ্ঞায় বলা হয়েছে, সেটা হলো কোনো বিবাহিত নারীর সাথে কোনো বিবাহিত পুরুষের শারীরিক সম্পর্ক। কিন্তু মনিকা যেহেতু সিঙ্গেল, তাই কিনটন ব্যাভিচার করেননি।’
ইমেইল বার্তায় আরো বলা হয়, হস্তমৈথুনের মতো সাধারণ পাপ করেছেন। এই পাপ বেশির ভাগ ইহুদি পুরুষ জীবনের কোনো না কোনো সময় করে থাকে।’
সূত্র : টাইমস অব ইসরাইল।
No comments