হুদহুদের আঘাতে বিশাখাপত্তনম তছনছ, প্রাণহানি ৫
ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে তছনছ হয়ে গেছে
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং আরো কয়েকটি নগরী। আক্রান্ত এলাকায় কেবল
ধ্বংসের ছবি। ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুতের
লাইন গেছে ছিড়ে। অন্তত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ব্যাপক
সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় প্রাণহানি তেমন হয়নি। ভারতের আবহাওয়া
দপ্তর জানিয়েছে, রোববার বেলা সাড়ে ১১টায় ১শ’ ৮০ কিলোমিটার বেগে
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনাম ও শ্রীকাকুলামে আঘাত হানে হুদহুদ। হুদহুদের
প্রভাবে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।
শ্রীকাকুলাওম মারাত্মকভাবে আক্রান্ত হয়। প্রবল গতিতে ঝোড়ো হাওয়া এবং
বৃষ্টিতে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। জায়গায় জায়গায় উপড়ে যায় বিদ্যুতের খুঁটি ও
বড় বড় গাছ। বিচ্ছিন্ন হয়ে পড়ে টেলি যোগাযোগও। ওড়িষ্যাতেও হুদহুদের প্রভাব
পড়ে। সেখানে সকাল থেকে ঝোড়া হাওয়া ও প্রবল বৃষ্টি হয়। রাজ্যের সমুদ্র
উপকূলবর্তী জেলা গঞ্জাম, গজপতি, কোরাপুট, পুরী, কালাহান্ডি ও রায়গড়ে
হুদহুদের তাণ্ডব চলে। ভারী বৃষ্টি হয় মালকানিগিরি, কন্ধল এবং ফুলবনি জেলায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায়
অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বিভিন্ন স্থানে গাছচাপা, দেয়ালচাপায় পাঁচজনের
মৃত্যু হয়েছে। হুদহুদ আঘাত হানার আগেই উপকূলীয় এলাকাগুলো থেকে কয়েক লাখ
লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছিল। হুদহুদের কারণে স্থানীয় বেশ কিছু
ট্রেন ও বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। অন্ধ্র প্রদেশের পাশাপাশি
উড়িষ্যাতেও প্রবল বেগে ঝড় ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।
No comments