‘সরকারে না থাকলে সবই বিধিবহির্ভূত হয়ে যায়’ -মির্জা আব্বাস
সরকারে না থাকলে সবই বিধিবহির্ভূত হয়ে যায়
বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক
মির্জা আব্বাস। বলেছেন, যারা সরকারে আছেন তারা যাই করেন তা সবই বিধিভুক্ত
হয়ে যায়। আর যারা সরকারে নেই, তাদের সবই বিধিবহির্ভূত হয়। আজ বিকালে
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তিনি
সাংবাদিকদের এসব কথা জানান। ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে
প্লট বরাদ্দ দেয়ার ক্ষেত্রে কোন অনিয়ম হয়নি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন,
সরকার চাইলে নকশা করতে পারে, আবার সরকার চাইলে নকশা বাতিল করতে পারে।
এখানে গৃহায়ন কর্তৃপক্ষের নকশা পছন্দ না হলে তারা নকশা বাতিল করতেই পারে।
সাংবাদিকেরর প্রশ্নের জবাবে সাবেক এ গৃহায়ণমন্ত্রী বলেন, আমরা বিধি মোতাবেক
করতে বলেছি। এখন গৃহায়ন কর্তৃপক্ষ যদি না করে তাহলে তো আর আমার কিছু করার
নেই।
এদিকে
সকালে একই ঘটনায় নৌমন্ত্রী শাজাহান খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের শাজাহান খান বলেন, আমাকে সাক্ষী হিসেবে তলব
করা হয়েছে। আমি আমার বক্তব্য দিয়েছি। তবে ওই সময় ঝিলমিল বহুমুখী সমবায়
সমিতির সভাপতি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি আরো বলেন, আওয়ামী
লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলে (ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি) করি। ১৯৯৬
সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন শ্রমিক সংগঠনের জন্য ঝিলমিল বরাদ্দ
দেয়া হয়। এর পর চারদলীয় জোট ক্ষমতায় এলে ঢাকা সাংবাদিক সমিতিকে অনিয়ম করে
সাত একর জমি বরাদ্দ দেয়া হয়। গত ২২শে সেপ্টেম্বর এ মামলার তদন্তে সাক্ষী
হিসেবে নৌ পরিবহণ-মন্ত্রী শাজাহান খান এবং বিএনপি নেতা সাবেক গৃহায়ণ ও
গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বক্তব্য নেয়ার জন্য তলব করে দুদক।
No comments